ভারতকে ৯৫ রানে আটকে দিল বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ব্যস্ততম দিন পার করছে আজ (১১ জুলাই)। চট্টগ্রামে যখন লিটন-সাকিবরা আফগানিস্তানের বিপক্ষে লড়ছে, একই সময়ে মিরপুরে ভারতের বিপক্ষে নেমেছে নারী দল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল ভারতকে মাত্র ৯৫ রানে আটকে দিয়েছে। টাইগ্রেস স্পিনার সুলতানা খাতুনের তিন শিকারেই নির্ধারিত ২০ ওভারে একশ রানের আগে থেমেছে তারা।
আজ (মঙ্গলবার) দুপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি জেতা ভারত। শুরু থেকে সফরকারীরা সাবধানী ঢঙয়ে আগালেও পঞ্চম ওভারে গিয়ে তারা দারুণ হোঁচট খায়। পরপর দুই ওভারে তিন উইকেট হারিয়ে রীতিমতো গর্তে পড়ে যায় হারমনপ্রীত কৌরের দল।
এর আগে ওপেনিং জুটিতে স্মৃতি মান্দানা এবং শেফালি ভার্মা যোগ করেন ৩৩ রান। এরপরই বাংলাদেশের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাহিদা আক্তার মান্দানার স্টাম্প ভেঙে দেন। তিনি ফেরেন মাত্র ১৩ রান করে। ৩৩ রানে থাকাবস্থাতেই ভারত তিনটি উইকেট হারায়। এরপরই কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টায় থাকা ওপেনার শেফালিকে ফেরান সুলতানা খাতুন। সোবহানা মোস্তারির তালুবন্দী হওয়ার আগে শেফালি ১৯ রান (১৪ বল) করেন।
এরপর সেই সুলতানার বলেই বোল্ড হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীতও। তিনি আজ রানের খাতাই খুলতে পারেননি। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভারতের বড় রান সংগ্রহের পথ রুদ্ধ হয়ে যায়। বলার মতো রান পাননি পরবর্তী কোনো ব্যাটারই। ইয়াস্তিকা ভাটিয়া ১১, দিপ্তী শর্মা ১০ এবং আমানজত কৌর ১৪ রান করেন।
বাংলাদেশের হয়ে সুলতানার তিনটি ছাড়াও ফাহিমার শিকার দুই উইকেট। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।