ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধবিমানকে তাড়া করেছে গ্রিস
ন্যাটোর দায়িত্ব পালনকালে ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধবিমানকে তাড়া করেছে গ্রিসের কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান
প্রথম নিউজ, ডেস্ক : ন্যাটোর দায়িত্ব পালনকালে ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধবিমানকে তাড়া করেছে গ্রিসের কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
তুরস্কের অভিযোগ, ন্যাটোর একটি মিশন পরিচালনা করার সময় তুর্কি যুদ্ধবিমানটি ভূমধ্যসাগরে পূর্বাঞ্চলের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল।
এসময় হঠাৎ করে গ্রিসর কয়েকটি যুদ্ধবিমান উড়ে এসে তুর্কি ওই বিমানটিকে বাধা দেয়।
এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানাতে গ্রিসের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews