ভবনে মশার লার্ভা, মালিককে ৩ হাজার টাকা জরিমানা

ভবনে মশার লার্ভা, মালিককে ৩ হাজার টাকা জরিমানা

প্রথম নিউজ, ঢাকা : ডেঙ্গু প্রতিরোধে মশকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পাঁচ নম্বর ওয়ার্ডের মায়াকানন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মশার লার্ভা পাওয়ায় একটি বাড়ির মালিককে তিন হাজার টাকা জরিমানা করেছে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু করা হয়। এসময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন।


অভিযান পরিচালনাকারী দলটি ওই এলাকার বেশ কয়েকটি অলিগলি ঘুরে দেখে। কিছু গলির বিভিন্ন স্থানে আগে থেকেই ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে দেখা গেছে। অন্যদিকে নির্মাণাধীন ভবনগুলোর নিচ তলায় পানি জমে থাকার স্থানে দেখা গেছে, সেগুলো পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে রেখেছে সংশ্লিষ্টরা। 

এসময় এডিস মশার লার্ভা থাকার সম্ভাব্য স্থানগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। অভিযানের একেবারে শেষদিকে একটি বাড়িতে গিয়ে মশার লার্ভা পাওয়া যায়। পরে সেই বাড়ির মালিকের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায় শেষে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক বলেন, বাড়ির মালিক আমাদের কথা দিয়েছেন বাড়ি পরিষ্কার রাখবেন। এখানে যে লার্ভা পাওয়া গেছে তার পরিমাণও কম ছিল। তাই সার্বিক বিবেচনায় তাকে ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এখানে প্রথমবার এসেছি এবং পরবর্তী সময়ে এসে যদি আবার একই ধরনের অবস্থা দেখতে পাই তখন বড় ধরনের জরিমানা করা হবে।


ডিএসসিসি ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস বলেন, এই মাসে এর আগেও তিনদিন আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি। আজকে অভিযানের শেষ দিন। মায়াকানন এলাকার বেশ কয়েকটি বাড়ি আমরা ঘুরলাম। আমরা ঘুরে কোথাও কোনো লার্ভার সন্ধান পাইনি। এখানে আমরা একটি বাড়িতে পেয়েছি, বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, আমাদের বিশেষ অভিযান বা মোবাইল কোড মশা নিধনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। এজন্য নগরবাসীকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা কীটনাশক সরবরাহ করতে পারব। কিন্তু তারা সচেতন থাকলে সে কীটনাশকের প্রভাব ও থাকবে না, আবার মশাও থাকবে না।