ভিক্ষার টাকায় মনোনয়নপত্র কিনে জমা দিলেন ফকির মুনসুর
মনোনয়নপত্র ক্রয় করে বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর।
প্রথম নিউজ, ত্রিশাল (ময়মনসিংহ) : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-ত্রিশাল আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে মনোনয়নপত্র ক্রয় করে বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর। স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মুনসুর জানান, আমি উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ী এলাকার মরহুম চান মিয়ার ছেলে। আমি রিকশা চালিয়ে সংসার চালাতাম। এখন আমার বয়স হয়েছে (৭০) বছর, শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই।
তিনি আরও জানান, অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি। নিজের থাকার ঘরের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে যাই। আমাকে ঘর না দিলে রাগে ক্ষোভে আমি গত বইলর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হই। এবার গরিব অসহায় মানুষের কথা ভেবে মনোনয়নপত্র জমা দিয়ে এমপি নির্বাচনের ঘোষণা দিয়েছি। ফকির মুনসুরের স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।