বিয়ের জন্য চাপ দেওয়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যা
প্রথম নিউজ, গোপালগঞ্জ : পরকীয়া প্রেমিককে বিয়ের জন্য চাপ দেওয়ায় হত্যা করা হয় গোপালগঞ্জের শীলা খানমকে। এ ঘটনায় জড়িত পরকীয়া প্রেমিক রাজীব মজুমদার (২১) ও তার বন্ধু মো. কামরুল হাসান হৃদয়কে (২২) গ্রেফতার করেছে পিবিআই।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
তিনি বলেন, প্রধান আসামি রাজীব মজুমদার গোপালগঞ্জের একটি জুয়েলারি দোকানে চাকরির সুবাদে শীলার সঙ্গে পরিচয় হয়। তারা উভয়েই বিবাহিত। কিন্তু রাজীর বিয়ের বিষয়টি গোপন রেখে শীলার সঙ্গে পরকীয়ায় জড়ান। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। এরই জেরে শিলা তাকে বিয়ের জন্য চাপ দিলে রাজীব তাকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশ সুপার বলেন, রাজীব গোপালগঞ্জ থেকে বাসে করে শীলাকে নিয়ে ঢাকায় আসেন। পরে সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুরে যান তারা। লঞ্চেও শীলার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। সেখানেও বিয়ের জন্য চাপ দিলে রাজীর তাকে হত্যা করে লঞ্চ থেকে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু না পেরে লঞ্চ থেকে নেমে সিএনজি করে তার নিজ এলাকায় নিয়ে যান। সেখানে তার বন্ধুর সহযোগিতায় শীলাকে বাগানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
পিবিআইয়ের এ কর্মকর্তা বলেন, পরবর্তীতে মোবাইল ফোনের কলের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সাহায্যে হত্যাকাণ্ডে জড়িত পরকীয়া প্রেমিক রাজীবকে বাবুরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির মাধ্যমে হৃদয়কেও গ্রেফতার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের একটি বাগান থেকে শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার আড়য়া কংশুর গ্রামের মুনছার শেখের মেয়ে।