বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের বিকল্প নেই: ব্যারিস্টার খোকন

সরকার কর্ণপাত করছেন না

বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের বিকল্প নেই: ব্যারিস্টার খোকন
ব্যারিস্টার খোকন

প্রথম নিউজ, ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনজীবী সমাজ বহুদিন যাবত এমন দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার কর্ণপাত করছেন না। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে নীতিমালা প্রণয়নের কোন বিকল্প নেই। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করণ ও সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে মেধাসম্পন্ন বিচারিক সক্ষমতা, সৎ ব্যক্তিত্ব ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগ নিয়োগ করা আবশ্যক। কিন্তু সরকার সংবিধানের ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন করে বিচারপতি নিয়োগ করছে না।