বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ইংল্যান্ডের জয়ের স্বপ্ন

বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ইংল্যান্ডের জয়ের স্বপ্ন

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: জয়ের এতবড় সুবর্ণ সুযোগ হারিয়ে যাচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও অ্যাশেজ সিরিজ জয়ের যে সম্ভাবনা ইংল্যান্ড জাগিয়ে তুলেছিলো, সেটা আর সম্ভবত বাস্তবায়ন হচ্ছে না। বৃষ্টিতে ভেসে যাচ্ছে ম্যানচেস্টার টেস্টের পুরো পঞ্চম দিনটা। যার ফলে ইংল্যান্ডের জয়ের স্বপ্নও ধুয়ে-মুছে যাচ্ছে বৃষ্টির কারণে।

বৃষ্টির কারণে ম্যানচেস্টার টেস্টের চতুর্থ দিনও খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। যাতে অস্ট্রেলিয়ার উইকেট পড়েছে মাত্র ১টি। ১১৩ রান থেকে অসিদের রান গিয়ে ঠেকেছে ২১৪ তে। এখনও ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৬১ রান পিছিয়ে প্যাট কামিন্সের দল।

চতুর্থ দিন যদি পুরোটা সময় খেলা হতো, তাহলে হয়তো ইংল্যান্ড জয়ের কাজটি সেরেও নিতে পারতো। কিন্তু মাত্র ৩০ ওভার খেলা হলো। যা একটি সেশনের সমান। আরও দুটি সেশন তথা, ৬০ ওভারের খেলা ভেসে গেছে বৃষ্টিতে।

তবুও আশা ছিল, পঞ্চম দিন না হয় ইংলিশরা জয়ের কাজটি সেরে নিতে পারবে। কিন্তু তাও সম্ভবত আর হচ্ছে না। কারণ ওল্ড ট্র্যাফোর্ডে আজ মাঠেই নামতে পারেনি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

অর্থ্যাৎ, আজ শেষ দিনও খেলা মাঠে গড়াবে কি না সন্দেহ। অন্তত একটি সেশন কিংবা তার একটু বেশি সময় পেলেও ইংল্যান্ড জয়ের শেষ চেষ্টা করে দেখতে পারতো। তবুও তা সম্ভব হবে কি না সন্দেহ। কারণ, মেনচেস্টারে বৃষ্টি থামার নামগন্ধও নেই।

২-১ ব্যবধানে পিছিয়ে থেকে অ্যাশেজের চতুর্থ টেস্ট খেলার জন্য ম্যানচেস্টারে মাঠে নামে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই টেস্টে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৭ রানে বেধে রেখে ইংল্যান্ড দ্রুত গতিতে রান তুলে প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫৯২ রান। ২৭৫ রানের লিড নেয় বেন স্টোকসের দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১৩ রান। চতুর্থ দিন ৩০ ওভারে তারা তুলেছে কেবল ১০১ রান। এরপর আর খেলাই হলো না।