বিশ্বকাপ সেমিফাইনালের নতুন বল ‘আল-হিল্ম’

বিশ্বকাপ সেমিফাইনালের নতুন বল ‘আল-হিল্ম’
বিশ্বকাপ সেমিফাইনালের নতুন বল ‘আল-হিল্ম’

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্কবিশ্বকাপের গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ‘আল-রিহলা’ নামক ফুটবল দিয়ে খেলা হয়েছে। সেমিফাইনাল এবং ফাইনালে ভিন্ন একটি বল ব্যবহৃত হবে। নতুন সেই বলের নাম ‘আল-হিল্ম’। খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের বানানো বল আল-হিল্মের অর্থ স্বপ্ন। আগের বল আল-রিহলার প্রস্তুতকারীও অ্যাডিডাস। আরবি শব্দটির অর্থ যাত্রা। রিহলার মতোই হিল্ম-এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই বলের কেন্দ্রে রয়েছে অ্যাডিডাসের সাসপেণশন সিস্টেম, যা বলটিকে ৫০০ হার্জ ইনারশিয়াল মেজারমেন্ট ইউনিট (আইএমইউ) মোশন সেন্সরকে স্থিতিশীল রাখে। এতে বলের প্রতিটি মুভমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব। যা ক্ষতিকারক নয় এবং খেলোয়াড়দের নজরেও পড়ে না এটি। এই সেন্সর রিচার্জেবল ব্যাটারি দ্বারা চলে এবং ইনডাকশন দ্বারা চার্জ করা যায়।

বলে জুড়ে দেয়া এই প্রযুক্তির সাহায্যে মাঠের বিভিন্ন তথ্য ম্যাচের ভিডিও অফিসিয়ালরা তাৎক্ষণিকভাবে পাবেন। এতে নিখুঁত এবং দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব বলে জানিয়েছে ফিফা। বলে থাকা প্রযুক্তি খেলোয়াড়ের অবস্থান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ফিফার সেমি-অটোমেটেড অফসাইটেড টেকনোলজিতে অবদান রাখবে। এছাড়া ভিএআর এ তথ্য প্রদান করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে এই প্রযুক্তি। ফিফার ফুটবল টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের প্রধান জোহানেস হজমুলার বলেন, ‘বলের সঙ্গে জুড়ে দেয়া এই প্রযুক্তি ম্যাচের ভিডিও অফিসিয়ালদের গুরুত্বপূর্ণ সব তথ্য পাঠাতে সক্ষম। এই বলের সংগৃহীত তথ্যসমূহ বিশ্বকাপের অনন্য মুহূর্তগুলোকে ঘিরে গল্প তৈরিতে সহায়তা করবে।’

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom