বাংলাদেশে ৯৮ পেজ ও ৫০টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

বাংলাদেশে ৯৮ পেজ ও ৫০টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে ভুয়া খবর ছড়িয়ে দেয়ার অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সরিয়ে দিয়েছে ফেসবুকের ৫০টি অ্যাকাউন্ট এবং ৯৮টি পেজ। মেটা’র ত্রৈমাসিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, এসব অ্যাকাউন্ট এবং পেজ বাংলাদেশের একটি নেটওয়ার্কভিত্তিক। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়ার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত। আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, বাংলাদেশে শাসক দলের পক্ষে প্রচারণা চালাতে বিভিন্ন গ্রুপকে নিয়োগ দেয়া হয়। বন্ধ করে দেয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজে ওই গ্রুপের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে একটি মিডিয়া।

শুধু যে বাংলাদেশেরই এমন অ্যাকাউন্ট বা পেজ বন্ধ করে দেয়া হয়েছে, বিষয়টি এমন নয়। অনলাইন কোয়ার্টজ বলছে- চীন, ইসরাইল, ইরানসহ বিভিন্ন দেশ থেকে ৬টি ছদ্মবেশী প্রভাবশালী অপারেশন শনাক্ত করেছে মেটা এবং সেসব বন্ধ করে দিয়েছে। এসব ক্ষেত্রে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কন্টেন্ট ব্যবহার করা হয়েছে। মেটা বুধবার তার প্রথম নতুন ক্রস-ইন্টারনেট ক্যাম্পেইন বিষয়ক রিপোর্ট প্রকাশ করেছে।

সাম্প্রতিক রিপোর্টে মেটা বলেছে, তারা ব্যাপকভাবে হুমকি দেখতে পাচ্ছে। এসব ক্ষেত্রে জেনারেটিভ এডভারসারিয়াল নেটওয়ার্ক বা জিএএন ব্যবহার করে সৃষ্টি করা হচ্ছে অ্যাকাউন্টের জন্য ভুয়া ছবি। চীনে মেটা দেখতে পেয়েছে শিখপন্থি আন্দোলনের পোস্টার শেয়ার করার একটি নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটা করা হতে পারে। চীন থেকে সৃষ্টি করা ফেসবুকের ৩৭টি অ্যাকাউন্ট, ১৩টি পেজ, ৫টি গ্রুপ এবং ইনস্টাগ্রামের ৯টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। রিপোর্টে বলা হয়েছে, এই নেটওয়ার্ক ব্যবহার করে অস্ট্রেলিয়া, ভারত ও বৃটেনসহ সারা বিশ্বে শিখ সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। ইসরাইল থেকে সৃষ্টি করা ফেসবুকের ৫১০টি অ্যাকাউন্ট, ১১টি পেজ, একটি গ্রুপ এবং ৩২টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেয়া হয়েছে।