প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: যাত্রা শুরু হলো সাংস্কৃতিক কর্মীদের নতুন সংগঠন 'বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য'। সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে আলোচনা, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের আহবায়ক দীন মোহাম্মদ মন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনন আসাদ। অনুষ্ঠানে আহুত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সংস্কৃতি অঙ্গনের প্রত্যেকের স্বার্থ রক্ষা ও প্রাপ্য সন্মান নিশ্চিতে এই সংগঠন কাজ করবে।
'আলো আসবেই' গ্রুপের উদাহরণ টেনে এই সংগঠনের নেতারা বলেন, তারা যেভাবে খুন, হত্যা দেখে উৎসাহ দিয়েছে আমরা তা করব না, যেটা সত্য সেটাকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলব আমরা।
অনুষ্ঠানে উপস্থিত দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ সদস্যবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন প্রবীণ অভিনেতা, নির্দেশক, সংগঠক আব্দুল আজিজ, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি ও প্রযোজক সামছুল আলম, বাংলাদেশ থিয়েটার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক তুষার মাহমুদ, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক রহিম সুমন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক মনির হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক সাহানুর খান রিপন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক রোকেয়া সুলতানা কেয়া, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক জয়নাল শরীফ, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক সালমা আক্তার শারমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের যুগ্ম আহবায়ক শাহেদ শরীফ খান ও সংগঠনের সদস্য শিউলী শিলা।