বাংলাদেশ সিরিজ বাতিল হওয়ায় শ্রীলঙ্কায় খেলবেন স্টার্লিং
গত মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : গত মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। মাস খানেক পর আবারও আইরিশদের বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগাররা। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী মে মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে। এই সফরে আইরিশদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি বাতিল করা হয়েছে আগেই। তাই আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার।
আগামী ২৪-২৮ এপ্রিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গল টেস্ট। এই ম্যাচের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। এবার সেখানে যুক্ত হলো স্টার্লিংয়ের নাম। দলে স্টার্লিংকে যুক্ত করার ব্যাপারে বিবৃতি দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।
তিনি বলেন, 'শ্রীলঙ্কায় শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলার জন্য যাওয়ার কথা ছিল পলের (স্টার্লিং)। কিন্তু সেখানে আমরা এখন টেস্ট খেলব। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হওয়ায় সে লাল বলের ক্রিকেটে মনোযোগ দেবে। দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য সে স্কোয়াডে যোগ দেবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্প্রেইস, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককলাম, পল স্টার্লিং*, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং বেন হোয়াইট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: