বাংলাদেশ, ভারত সহ কিছু দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মিয়ানমার
একই সঙ্গে তারা সীমান্তে স্থিতিশীলতা ও উন্নয়নে একত্রিতভাবে কাজ করবে। বৃটেনের কাছ থেকে অর্জিত স্বাধীনতার ৭৫তম দিবসে দেয়া ভাষণে এ কথা বলেছেন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড এবং লাওসের মতো প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মিয়ানমার। একই সঙ্গে তারা সীমান্তে স্থিতিশীলতা ও উন্নয়নে একত্রিতভাবে কাজ করবে। বৃটেনের কাছ থেকে অর্জিত স্বাধীনতার ৭৫তম দিবসে দেয়া ভাষণে এ কথা বলেছেন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। এ সময় তার দেশকে সমর্থন দেয়ার জন্য কিছু দেশের প্রশংসা করেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়, তার বক্তব্য বুধবার প্রচার করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি’তে। তিনি বলেন- সব রকম চাপ, সমালোচনা ও আক্রমণের মধ্যে যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক দেশ, সংগঠন, ব্যক্তি আমাদের সঙ্গে ইতিবাচক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এদিনই তিনি রাজধানী ন্যাপিডতে জাতীয় প্যারেড অনুষ্ঠানে বক্তব্যে বলেন- বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, লাওসের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। সীমান্তে স্থিতিশীলতা ও উন্নয়নে একত্রিত হয়ে কাজ করবো আমরা। এদিন প্যারেড পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি অং সান সুচির বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই বিশৃংখল এক অবস্থায় মিয়ানমার। সেখানে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভরত জনতাকে কঠোরভাবে দমন করা হচ্ছে। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। রক্তাক্ত দমনপীড়নের ফলে রাজপথের বিক্ষোভ এখন বিরল। তবুও আদিবাসী শক্তির সঙ্গে প্রায়দিনই সংঘর্ষে লিপ্ত হচ্ছে সেনাবাহিনী। ওদিকে অং সান সুচিকে একে একে সাজা দিয়ে তার সাজার মেয়াদ করা হয়েছে ৩৩ বছর। তাকে ন্যাপিডতে এক নিঃসঙ্গ কারাগারে আটকে রাখা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কর্তৃপক্ষ কমপক্ষে সাত হাজার বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। তবে তার মধ্যে রাজনৈতিক নেতাকর্মী আছেন কিনা তা স্পষ্ট নয়।
রোহিঙ্গা বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথুকে এদিন রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। উগ্র জাতীয়তাবাদী মনোভাব ও রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য আলোচিত-সমালোচিত এই ভিক্ষু। স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার জনসংযোগ দপ্তর একটি বিবৃতি প্রকাশ করে। এতে ভিক্ষু উইরাথুসহ শতাধিক ব্যক্তিকে সম্মানজনক ‘থাইরি পিয়ানছি’ পুরস্কার দেওয়ার কথা জানানো হয়। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং তাদের এ সম্মানজনক পদক তুলে দিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews