বার্সেলোনায় প্রশংসিত জয়া আহসান

বার্সেলোনায় প্রশংসিত জয়া আহসান
বার্সেলোনায় প্রশংসিত জয়া আহসান

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: জয়া আহসান অভিনীত ‘নকশিকাঁথার জমিন’ সিনেমাটি দেশের মাটি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। কেননা, সম্প্রতি ভারতে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতার পর এবার ছবিটি ডাক পায় বার্সেলোনার ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে। বিশ্ব মানবাধিকারের ওপর অনুষ্ঠিত এই উৎসবে সিনেমাটি প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়। জয়া আহসান বিষয়টি নিয়ে তার ফেসবুক পোস্টে লিখেন, আমাদের সিনেমা- নকশিকাঁথার জমিন- দুই বোনের গল্প, ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (৫৩তম আইএফএফআই) এর পর এবার মনোনীত হয়েছে ১৯তম ‘বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রতিযোগিতা বিভাগে। এই উৎসবটি মানবাধিকারভিত্তিক  সবচেয়ে বড় এবং ঘটমান চলচ্চিত্র উৎসবের একটি। উৎসবটি শুধুমাত্র স্পেনে নয়, বরং সারা বিশ্বের মধ্যে মানবাধিকারের ওপর হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। সিনেমাটি নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্পটির ওপর নির্মিত। পরিচালনা করেছেন আকরাম খান। ৩রা ডিসেম্বর সন্ধ্যা ৬টায় স্পেনের বার্সেলোনায় দেখানো হয় জয়ার এ ছবিটি। আর সেখানে ভূয়সী প্রশংসা কুড়ায় ছবিটি। 

জয়ার অভিনয়ের প্রশংসাও করেন উপস্থিত অতিথিরা। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফারিয়া শামস সেওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য চৌধুরী, আদ্রিতা ইবনাত খানসহ অনেকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom