ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

প্রথম নিউজ, অনলাইন: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়। পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়,  রাত ১ টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য তার বাসায় আসে। এরপর আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়।

এদিকে আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ মাহতাব।