বিরামপুর আওয়ামী লীগের সম্মেলনে দুই মঞ্চ: কাউন্সিল স্থগিত

দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর আওয়ামী লীগের সম্মেলনে দুই মঞ্চ: কাউন্সিল স্থগিত

প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান মন্ডল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, যেহেতু এ ত্রি বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে একই উপজেলাতে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে তাই অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির আশঙ্ক্ষায় আপাতত কাউন্সিল স্থগিত করা হলো।

এর আগে, এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা পাইলট স্কুল মাঠে দলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু ও ঢাকা মোড়ে আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের চাতালে দুটি মঞ্চ নির্মাণ করা হয়। বিষয়টি কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়।

সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু বলেন, যেহেতু আমরা মঞ্চ তৈরি করেছি তাই সম্মেলন না হলেও আমাদের সমাবেশ চলমান থাকবে।

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে মিজানুর রহমান মন্ডলকে সভাপতি ও খায়রুল আলমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬৭ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। এরই মধ্যে ১১জন সদস্য মারা গেছেন। দীর্ঘ ১০ বছর পর আজ (৯ অক্টোবর) আবারো ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom