ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন সাব্বির খান
প্রথম নিউজ, ডেস্ক : গতকাল সন্ধ্যা গড়িয়ে রাত হতেই ছড়িয়ে পড়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ও লজিস্টিকস ম্যানেজার সাব্বির খানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে নাকি লিখিত অভিযোগ করেছেন সাকিব আল হাসান!
দেশের বেশ কয়েকটি জনপ্রিয় টিভি চ্যানেল, নিউজ পোর্টালে জানানো হয়, সুনির্দিষ্ট চারটি কারণে সাব্বির খানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
তবে শুক্রবার রাতে সাব্বির খান জানিয়েছেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি ৭ (নভেম্বর) তারিখ। কেউ আমাকে করতে বলেনি। বরং করার পর ওনারা অবাক হয়েছে। আমাকে ডেকে বসছিল, জিজ্ঞাসা করা হয়েছিল কেন করেছি।’
দীর্ঘ প্রায় এক যুগ করে বিসিবির সঙ্গে যুক্ত সাব্বির খান। ১৯৯৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক এখন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার। বিভিন্ন সিরিজ বা টুর্নামেন্টে টুকটাক ম্যানেজারের দায়িত্ব পালন করলেও বেশির ভাগ সময়ই তিনি সামলেছেন অপারেশন্স ও লজিস্টিকস ম্যানেজারের দায়িত্ব।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ জাতীয় দলের অপারেশন্স ও লজিস্টিকস ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: