ব্যাংককে শপিং সেন্টারে গুলি, নিহত ৩
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির জরুরি সার্ভিস বিভাগ জানিয়েছে, সিয়াম প্যারাগনের ঘটনায় অন্তত তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে থাই পিবিএস এর খবরে বলা হয়েছে, এঘটনায় পাঁচজন আহত হয়েছে।