বুবলীর ছেলের বিষয়ে জয়কে যে বার্তা দিলেন অপু বিশ্বাস
‘জয় তুমি অনেক বড় হও। মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন তার আসন্ন ‘লাল শাড়ি’ সিনেমার নায়ক সাইমন সাদিক। সেই অনুষ্ঠানে উপস্থাপক তাদেরকে তিন লাইনের একটি চিঠি লেখার আহ্বান করেন। চিঠিটি যে কারও উদ্দেশে হতে পারে বলেও জানান উপস্থাপক। সেই আহ্বানে সাড়া দিয়ে ছেলে আব্রাহাম খান জয়ের উদ্দেশে একটি চিঠি লেখেন অপু। অনুষ্ঠানে সেটি পড়ে শোনান সাইমন।
চিঠিতে অপু লেখেন- ‘জয় তুমি অনেক বড় হও। মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ চিঠিটি পড়ে অপু বিশ্বাসের উদ্দেশে সাইমন বলেন, ‘ভাই মানে বীর, রাইট?’ এর জবাবে, হাসিতে সায় দেন অপু। চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান জয়। এই দুই তারকা দম্পতির বিয়েবিচ্ছেদ হয়েছে ৫ বছর আগে। এদিকে গত বছরের সেপ্টেম্বরে জানা যায়, শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে ও সন্তানের খবর। তাদের সন্তানের শেহজাদ খান বীর। মা আলাদা হলেও জয় ও বীর সম্পর্কে দুই ভাই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: