বেপরোয়া গতির ট্রাকর খালে পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে এক যুবকের মৃত্যু হয়েছে

বেপরোয়া গতির ট্রাকর খালে পড়ে যুবকের মৃত্যু
বেপরোয়া গতির ট্রাকর খালে পড়ে যুবকের মৃত্যু

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে এক যুবকের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আরো এক যুবক গুরুত্বর আহত হয়।  

নিহত মো.রুবেল মিয়া (১৯) উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহামনের ছেলে।
 
রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ।  তিনি বলেন, বেলা সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়ক সংলগ্ন খালে পড়ে যায়।  এতে ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক মারা যায়।  এতে অপর এক ব্যক্তি গুরুত্বর আহত হয়।  তাৎক্ষণিক আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: