শিল্পী ইলিয়াসের মামলায় নুরের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ২৭ এপ্রিল
রোববার (২ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত অভিযোগপত্র গ্রহণের জন্য এদিন ধার্য করেন
প্রথম নিউজ, ঢাকা : ফেসবুক লাইভে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় শিল্পী ইলিয়াস হোসেনের দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত অভিযোগপত্র গ্রহণের জন্য এদিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
২০২১ সালের ১৯ এপ্রিল শিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সম্প্রতি এ মামলায় নুরকে অভিযুক্ত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম।
অভিযোগপত্রে নুরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এরপর মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: