বোনের মুণ্ডু হাতে নিয়ে থানায় হাজির ভাই

বোনের মুণ্ডু হাতে নিয়ে থানায় হাজির ভাই

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ফের পারিবারিক সম্মানরক্ষার নামে নৃশংস হত্যার ঘটনা ঘটলো ভারতে। নিজের হাতে বোনকে খুন করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ভাই। পরে সেই মুণ্ডু হাতে ঝুলিয়ে থানায় হাজির হন তিনি। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ জুলাই) দেশটির উত্তরপ্রদেশের বরাবাঁকিতে। অভিযুক্তের নাম রিয়াজ।

জানা গেছে, রিয়াজের বোন ১৮ বছর বয়সী আসিফা গ্রামের এক যুবক চাঁদ বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই সম্পর্কে সম্মতি ছিল না রিয়াজের। প্রতিবেশীদের দাবি, এই নিয়ে ভাই-বোনের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো।

কিছুদিন আগেই আসিফা প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এরপরই তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগেরভিত্তিতে তল্লাশি চালিয়ে আসিফাকে খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। গ্রেফতার করে জেলে পাঠানো হয় চাঁদ বাবুকে।

বোন বাড়ি ফেরার পরেও দুজনের মধ্যে ঝগড়া লেগেই ছিল। এরপর শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে বোনের মাথা কেটে নেয় রিয়াজ। তারপর সেই কাটা মাথা হাতে ঝুলিয়েই থানায় চলে যান তিনি। ঘটনার ভয়াবহতায় প্রাথমিকভাবে স্তম্ভিত হয়ে যান পুলিশকর্মীরাও। এরপরেই তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, যেখানে আসিফাকে খুন করা হয়েছে, সেখানে গিয়ে এরই মধ্যে নমুনা সংগ্রহ করেছেন তারা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।