বন্যার শঙ্কা আগস্টেও
বৃহস্পতিবার (১ আগস্ট) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রথম নিউজ, অনলাইন: দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্যার ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই ফের ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।বৃহস্পতিবার (১ আগস্ট) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।