অলিম্পিক সাঁতারে নতুন রেকর্ড ম্যাকিনটোশের
প্রথম নিউজ, খেলা ডেস্ক: প্যারিসে নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনালে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন কানাডার ১৭ বছর বয়সী সাঁতারু সামার ম্যাকিনটোশ। তার সময় লেগেছ মাত্র ২ মিনিট ৩.৩ সেকেন্ড। প্রতিযোগিতায় যা তার দ্বিতীয় স্বর্ণ পদক জয়। সব মিলিয়ে নিজের তৃতীয় পদক জিতলেন তিনি। এই কানাডিয়ান কিশোরীর ইভেন্টে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ এবং ব্রোঞ্জ জয় করেছেন চীনের জ্যাং ইউফেই।
এদিকে সাঁতারে হাঙ্গেরিকে প্রথম সোনা এনে দিয়েছেন হাবার্ট কোস। পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ৫৪.২৬ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন তিনি। ২০২৩ সালের এই বিশ্বচ্যাম্পিয়ন পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে এ সোনা জিতেছেন। এই ইভেন্টে রুপা জিতেছেন গ্রিসের আপোস্তোলোস ক্রিস্তো। আর সুইজারল্যান্ডের রোমান মিতাইওকোভ জিতেছেন ব্রোঞ্জ।
এছাড়া দারুণ এক লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা স্মিথকে হারিয়ে নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস। সোনা জিততে তার সময় লেগেছে ২ মিনিট ১৯.২৪ সেকেন্ড। এ সময়ের সাঁতার শেষ করে মার্কিনিদের মধ্যে রেকর্ডও গড়েছেন তিনি। এই প্রতিযোগিতায় রুপা জিতেছেন তাতিয়ানা। আর ব্রোঞ্জ গেছে নেদারল্যান্ডসের টেস শোটেনের দখলে।