বিনামূল্যের বই কিনে ফেঁসে গেলেন ফেরিওয়ালা

এ ঘটনায় বই বিক্রেতা ও ক্রেতাকে আসামি করে থানায় মামলা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

বিনামূল্যের বই কিনে ফেঁসে গেলেন ফেরিওয়ালা

প্রথম নিউজ, কুড়িগ্রাম: রাজারহাটে সরকারি বিনামূল্যের বই কিনে ফেঁসে গেছেন এক ফেরিওয়ালা। ৪৯৫ পিস সরকারি বইসহ ওই ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় বই বিক্রেতা ও ক্রেতাকে আসামি করে থানায় মামলা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার আগে পুলিশ রাজারহাট সদরের মেকুরটারী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোস্তাক আহমেদকে (৪৪) উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাদরাসার দাখিল-অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের ১৯৫টি, বিজ্ঞানের ৬৬টি, চারু ও কারুকলা ৯০টি, দাখিল সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষা ৪৪টি এবং এবতেদায়ী তৃতীয় শ্রেণির ১০০টি বইসহ সর্বমোট ৪৯৫টি বই জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ফেরিওয়ালা মোস্তাক আহমেদ জানায়, তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী মঞ্জুরুল ইসলামের কাছ থেকে বইগুলো কেনেন। বইগুলো রাজারহাট সিনিয়র ফাজিল মাদরাসার একটি গুদাম ঘরে সংরক্ষিত ছিল। পরে ওইদিন রাতে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বাদী হয়ে বই ক্রেতা ও বিক্রেতাকে আসামি করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

রাজারহাট থানার অফিসার-ইনচার্জ আব্দুল্লা হিল জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।