বন্ধ বাসায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

নগরীর বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি উৎসব সিনেমা হল মোড় এলাকার একটি বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বন্ধ বাসায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহী নগরীতে বন্ধ বাসায় আফাজ উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। বুধবার (১৫ জুন) বেলা ১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি উৎসব সিনেমা হল মোড় এলাকার একটি বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আফাজ উদ্দিন ওই এলাকারই বাসিন্দা। কাজের সূত্রে দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। ওই বাড়িতে একাই থাকতেন আফাজ উদ্দিন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তিনি মারা গেছেন। বাড়ির দরজা ভেতর থেকে লাগানো ছিল। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।  

মরদেহ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল বারী। তিনি জানান, পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যান। চার তলা ভবনের চতুর্থ তলায় থাকতেন ওই বৃদ্ধ। বাইরে থেকে দমকলকর্মীরা দরজা খোলেন। পরে শৌচাগারে অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাই এ নিয়ে আইনগত ব্যবস্থা নেবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom