বন্দরে যুবকের লাশ উদ্ধার
শুক্রবার (১০ মার্চ) বিকেলে বন্দরের ধামগড় ইস্পাহানী এলাকার এস আলম গ্রুপের ক্রয় করা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে রোমান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) বিকেলে বন্দরের ধামগড় ইস্পাহানী এলাকার এস আলম গ্রুপের ক্রয় করা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোমান বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরের দিকে ধামগড় ইস্পাহানী এলাকার এস আলম গ্রুপের ক্রয় করা জায়গার উচু মাটির ঢিবির নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানান তারা। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, উদ্ধার করা লাশটি বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে রোমানের বলে শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির ঢিবির ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে। এছাড়া রোমানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: