বেনজীরকে দুদকে তলব, হাজির হতে হবে স্ত্রী-সন্তানকেও
মঙ্গলবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথম নিউজ, অনলাইন: অবৈধ সম্পদের অনুসন্ধানে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে আগামী ৬ই জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তদন্তের প্রয়োজনে বেনজীর আহমদকে ওই দিন দুদকে আসতে দুদকের পক্ষ থেকে চিঠি দেয়া হচ্ছে। এছাড়া ৯ই জুন বেনজীর আহমদের স্ত্রী সন্তানকেও দুদকে হাজির হতে নোটিশ করা হচ্ছে। এর আগে গত ২৩শে মে প্রথম দফায় বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি এবং ৩৩টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন আদালত।
গত ২৬শে মে বেনজীর আহমেদ ও স্ত্রী-সন্তানের নামে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও জব্দের আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।