বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত শেহবাজ
পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
প্রথম নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় ভাই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ৭০ বছর বয়সী শেহবাজ শরিফ দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।
এর আগে পাকিস্তান পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পার্লামেন্টারি দলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, যারা পাকিস্তানকে লুট করেছে তাদের সাথে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এমপিরা বসবেন না। (বিরোধী জোটের) এসব ব্যক্তি বিদেশী শক্তিগুলোর দ্বারা পরিচালিত হচ্ছে। তারা বিদেশী শক্তিগুলোর ‘আমদানি করা সরকার’ গঠন করতে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমরা এ সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তানের ওই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে চাপে রাখতে চাই, যারা চায় যে বিদেশী শক্তিগুলোর ‘আমদানি করা সরকার’ দেশ শাসন করুক। এটা আমরা হতে দিব না। ইমরান খান বলেন, যদি কেউ পদত্যাগ করতে না চায় তবে তিনি একাই পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগ করবেন।
তারা এ সিদ্ধান্তের পর পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পার্লামেন্টারি দলের সকল এমপি পদত্যাগ করতে রাজি হন। তারা বলেন, আমরা মনে করি ইমরান খানের এ আদেশ দেয়ার অধিকার আছে যে (পিটিআইয়ের) সকলে পদত্যাগ করুক। ইমরান খান আরো বলেন, সমগ্র পাকিস্তান রোববার রাতে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) শক্তি দেখেছে। অর্থাৎ, তিনি আপস করবেন না।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর পার্লামেন্ট থেকে পিটিআই এমপিদের গণপদত্যাগের শঙ্কা প্রবল হয়ে উঠেছে। এ বিষয়ে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জানিয়েছে, যদি পার্লামেন্ট থেকে ইমরান খানের দল পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এমপিরা গণপদত্যাগ করেন তবে তাদের আসনে উপনির্বাচন হবে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।
জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ) নেতা আহসান ইকবাল বলেন, পাকিস্তান পার্লামেন্ট থেকে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এমপিরা গণপদত্যাগ করলে তাদের শূন্য আসনে উপনির্বাচন দেয়া হবে। তিনি এ সময় বলেন, পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এমপিদের পদত্যাগ প্রতিরোধে কাজ করছে ইমরানবিরোধীদের দলীয় জোট পিডিএম। তবে তার ধারণা পিটিআইয়ের অধিকাংশ এমপি পদত্যাগ করবেন না।
পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ) নেতা আহসান ইকবাল আরো বলেন, পাকিস্তানের সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে ঝাঁকুনি দেয়ার মতো সাংগঠনিক শক্তি নেই পিটিআই দলের। তবে ইমরান খানের দল পিটিআই যদি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অচলাবস্থা সৃষ্টি করে তবে নতুন নির্বাচন হবে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দল প্রতিহিংসাপরায়ণ রাজনীতিতে বিশ্বাস করে না। যদি পার্লামেন্ট থেকে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এমপিরা গণপদত্যাগ করেন তবে তাদের শূন্য আসনে উপনির্বাচন হবে।
একটি সংবাদ সম্মেলনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষ থেকে এমন বিবৃতি দেন দলটির তথ্য সম্পাদক শাজিয়া মারি ও ফয়সাল করিম কুন্দি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews