বাঁধ বিপর্যয়ে পাল্টা আক্রমণের পরিকল্পনা বদলাবে না কিয়েভ: জেলেনস্কি

বাঁধ বিপর্যয়ে পাল্টা আক্রমণের পরিকল্পনা বদলাবে না কিয়েভ: জেলেনস্কি

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের খেরসনে নোভা কাখোভকা বাঁধ ধসে ‘পরিবেশগত বিপর্যয়’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অবকাঠামো ধ্বংসে রুশবিরোধী পাল্টা আক্রমণের সামরিক পরিকল্পনায় পরিবর্তন আসবে না বলে সাফ জানান তিনি।

বাঁধ বিস্ফোরণে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে বলে দাবি করেন জেলেনস্কি। বলেন, ‘বন্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে’ ইউক্রেনীয় সেনাদের দমাতে এই বিস্ফোরণ ঘটিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 


এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করে ক্রেমলিন দাবি করছে, ইউক্রেনের পাল্টা আক্রমণ নস্যাৎ করেছে মস্কোর সেনারা। বিষয়টি ধামা চাপা দিতেই ইউক্রেন এমন কাণ্ড ঘটিয়েছে।


খেরসন অঞ্চলে ডিনিপ্রো নদীর উজানে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ‘নোভা কাখোভকা’ বাঁধটি। মঙ্গলবার (৬ জুন) ভোরের দিকে কে বা কারা বিস্ফোরণ দিয়ে একাংশ উড়িয়ে দেয়। এতে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে পানি অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হচ্ছে। ইউক্রেনের দখলে থাকা অংশের দিকে অনেক জায়গা প্লাবিত।

খেরসনের ইউক্রেনপন্থি কর্তৃপক্ষ বলছে, একটি বিপর্যয়কর বন্যার ঝুঁকি সৃষ্টি হয়েছে। জলাধারের পানির ওপর নির্ভর করে থাকতে হয় সেখানকার কৃষকদের। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানির যোগানও আসে এখান থেকেই। সূত্র: আল জাজিরা