বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নির্মাণশ্রমিকের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নির্মাণশ্রমিকের

প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল হোসেন (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার জেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিত্যানন্দপুর গ্রামের পণ্ডিত মণ্ডলের ছেলে ন্যাড়া মণ্ডলের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন রুবেল হোসেন। এসময় অসাবধানতাবশত ভাইব্রেটর মেশিনে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।