বেদনায় হলুদ ব্রাজিলের বিদায়

বেদনায় হলুদ ব্রাজিলের বিদায়
ব্রাজিলের বিদায়

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে থেমে গেলো হট ফেভারিট ব্রাজিলের অভিযান। ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে চমক দেখালো ক্রোয়েশিয়া। শুক্রবার টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে গতবারের রানার্সআপ ক্রোয়াটরা। ম্যাচের ১২০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। এদিন ম্যাচের শেষটা ছিল নাটকীয়তায় ভরা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ গোলে ব্রাজিলকে এগিয়ে নেন নেইমার জুনিয়র। তবে নির্ধারিত সময়ের তিন মনিটি বাকি থাকতে সুন্দর এক গোল আদায় করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ব্রুনো পেটকোভিচ। তবে আবারো ক্রোয়েশিয়ার নায়ক ডমিনিক লিভাকোভিচ। পুরো ম্যাচে ক্রোয়েশিয়ার অতন্দ্র প্রহরীর রূপে থাকা গোলরক্ষক শেষ ঝলকটা দেখালেন টাইব্রেকারে। এদিন ব্রাজিলের প্রথম শটই রুখে দেন তিনি। শেষে আরেক শট মিস করেন মারকিনহোস। এতে এক শট বাকি রেখেই ৪-২ ব্যবধানে জিতে যায় ক্রোয়াটরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom