বাঘাইছড়িতে মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা

বাঘাইছড়িতে মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা
বাঘাইছড়িতে মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মোটরসাইকেল চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মোটরসাইকেল চালকের নাম সুখেন চাকমা (২০)। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সজীব চাকমা (২১) নামের আরেক মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হয়েছেন। নিহত সুখেন চাকমা সাজেক ইউনিয়নের মিডপয়েন্ট গ্রামের মঙ্গল চাকমার ছেলে। গুলিবিদ্ধ সজীব চাকমা একই গ্রামের মঙ্গল চান চাকমার ছেলে। তাঁরা দুজনেই ভাড়ায় মোটরসাইকেল চালান। দুজনই নিরীহ এবং কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। দুর্বৃত্তরা ভুল করে দুই তরুণের ওপর হামলা করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, আজ সকালে সুখেন নিজের মোটরসাইকেল চালিয়ে মিডপয়েন্ট থেকে দাড়িপাড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। সজীব ওই মোটরসাইকেলের পেছনে বসেছিলেন। মিডপয়েন্ট গ্রাম থেকে আধা কিলোমিটার দূরত্বে পৌঁছালে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে। কিছু বলার আগেই দুর্বৃত্তরা সুখেন ও সজীবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুখেন মারা যান। সজীবকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম। তিনি বলেন, গুলিতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom