বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনমুখী নেতাকর্মীরা 

সরজমিনে দেখা গেছে, নয়াপল্টন কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখছে। দলীয় সুত্রে জানাগেছে ইতিমধ্যে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করেছে।

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনমুখী নেতাকর্মীরা 

প্রথম নিউজ, ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ডাক দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত  এখনো স্থান চূড়ান্ত করতে পারেনি বিএনপি। ডিএমপির সাথে দফায় দফায় বৈঠকের পরও স্থান নিয়ে সরকার এখানো কোন সিদ্ধান্ত দিচ্ছে না বলে অভিযোগ দলটির নেতাদের।  বিএনপিকে যে কোন মুল্যে সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আগামীকাল মহাসমাবেশে জনতার ঢল নামবে। এদিকে বৃহস্পতিবারের মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনমুখী হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

সরজমিনে দেখা গেছে, নয়াপল্টন কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখছে। দলীয় সুত্রে জানাগেছে ইতিমধ্যে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করেছে।

সমাবেশ সফল করার লক্ষে নয়াপল্টন কার্যালয়ে দিনব্যাপী চলছে অঙ্গ ও সহযোগী এবং মহানগর বিএনপির সভা। সমাবেশ সফল করতে গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি। বিকেলেও অনুষ্ঠিত হয়েছে যৌথসভা। এতে সভাপতিত্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে দেখা গেছে উপচে পড়া ভিড়।