বিএনপিকে হাজারীবাগে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ

আজ সোমবার  এ  তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

 বিএনপিকে হাজারীবাগে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ

প্রথম নিউজ, ঢাকা: বিএনপিকে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধে শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

আজ সোমবার  এ  তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

তিনি বলেন, আজ ধানমন্ডিতে সমাবেশ করার জন্য যুবলীগ ও বিএনপি অনুমতি চেয়েছিল। কিন্তু উভয় পক্ষ একইস্থানে সমাবেশের অনুমতি চাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে এমন শঙ্কায় কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বিএনপিকে অন্য স্থানে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেন, আমরা শিকদার মেডিকেল কলেজের আশপাশেই সমাবেশ করব। পুলিশ বলেছে, তারা কোনো বাধা সৃষ্টি করবে না।

তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৪ নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান ও ধানমন্ডি থানার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা হাজারীবাগ শিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশ করতে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। একটু পর আমরা অফিসিয়াল অনুমোদনের জন্য যাব।

আজ (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে সেখানে স্থানীয় যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই স্থানে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom