বিএনপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি, আতঙ্কে স্ত্রীর মৃত্যু
রোববার সকালে সাংবাদিকদের কাছে স্বামী ইকরাম হোসেন লাবলু অভিযোগ করে বলেছেন, বাড়িতে পুলিশি তল্লাশির সময় ভয়ে-আতঙ্কে হার্ট অ্যাটাক করে তার স্ত্রী মারা গেছেন।
প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির নেতা এসএম ইকরাম হোসেন লাবলুর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় তার স্ত্রী রেঞ্জুয়ারা লিপির (৪৭) মৃত্যু ঘটে। রোববার সকালে সাংবাদিকদের কাছে স্বামী ইকরাম হোসেন লাবলু অভিযোগ করে বলেছেন, বাড়িতে পুলিশি তল্লাশির সময় ভয়ে-আতঙ্কে হার্ট অ্যাটাক করে তার স্ত্রী মারা গেছেন। মৃত রেঞ্জুয়ারা লিপি নগরকান্দা উপজেলার ৫৪ নং চাঁদহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
ইকরাম হোসেন লাবলু বলেন, আমি রাতে বাড়িতে ছিলাম না। কিন্তু পুলিশ দরজায় বারবার আঘাত করলে পরে আমার স্ত্রী দরজা খুলে দেয়। তারা, ঘরে ঢুকে পুরো ঘরে তল্লাশি চালায়। এ সময় আমার স্ত্রী ভয়ে ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইকরাম হোসেন লাবলুর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। গণমাধ্যমকে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেছেন, তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি হতে পারে, এ-জাতীয় কোনো ঘটনা পুলিশ ঘটায়নি। আতঙ্কে কেউ মারা গেছেন বলে তার জানা নেই।