বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম নিউজ, ঢাকা: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছে ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশন। 

এতে বলা হয়, হাইকমিশনার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সঙ্গে হাইকমিশনার সারাহ কুকের ছবি পোস্ট করেছে যুক্তরাজ্য হাইকমিশন। তবে কোথায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনার, তা উল্লেখ করা হয়নি।