বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়াকে তুলে নেওয়ার অভিযোগ : ফিরিয়ে দেওয়ার দাবি রিজভীর

কবির আহমেদের পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়াকে তুলে নেওয়ার অভিযোগ : ফিরিয়ে দেওয়ার দাবি রিজভীর

প্রথম নিউজ, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন তিনি ।

তিনি বলেন আজ সকাল সাড়ে এগারটার দিকে উত্তরার বিনস এন্ড এরোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে সকালে তুলে নিয়ে গেলেও এখনও স্বীকার করছে না। তার কোন হদিস দিচ্ছে না। তার পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

রিজভী বলেন, কবির আহমেদকে সাদা পোশাকধারী পুলিশই তুলে নিয়ে গেছে। তাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রিজভী।