বিএনপি জুলুমের প্রতিশোধ জুলুম করে নিতে চায়না-তারেক রহমান

বিএনপি জুলুমের প্রতিশোধ জুলুম করে নিতে চায়না-তারেক রহমান

প্রথম নিউজ, সালেকুজ্জামান সালেক,রংপুর থেকে:বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জুলুমের প্রতিশোধ জুলুম করে নিতে চাইনা।৩১দফা বাস্তবায়ন করতে পারলে সকল নির্যাতনের প্রতিশোধ নেয়া সম্ভব।তাই রাস্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে জনগনকে ৩১ দফার পক্ষ্যে ঐক্যবদ্ধ করতে হবে। এ জন্য বিএনপি‘র প্রতিটি নেতাকর্মীকে জনগনের কাছে যেতে হবে। তাদেরেকে বুঝাতে হবে এটা শুধু বিএনপি‘র একার দফা নয়।পলাতক খুনী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া সকল দলের দফা।এ দফা বাস্তবায়ন হলে দেশ ও জাতী উপকৃত হবে। গনতন্ত্র মুক্তি পাবে মানুষ ফিরে পাবে তাদের সকল সাংবিধানিক অধিকার। যে অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের সকল দল মত ও শ্রেনী পেশার মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে।গতকাল (২৩এপ্রিল)বুধবার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা ও মহানগর বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্ট্রকাঠামে মেরামত জনসম্পৃক্ততা বিষয়ক দিন ভর এক কর্মশালায় বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুর মহানগর বিএনপি‘র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধোন করেন,বিএনপি‘র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,প্রধান আলোচক ছিলেন,বিএনপি‘র মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা,মওদুদ আহমেদ পাভেল,বিশেষ অতিথি ছিলেন,বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু। আলোচক ছিলেন,প্রফেসার মোর্শেদ হোসেন খান,ব্যারিষ্টার রুমিন ফারহানা,বিএনপি‘র চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন,ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন,জেলা বিএনপি‘র সভাপতি সাইফুল ইসলাম,সদস্য সচিব আনিছুর রহমান লাকু,মহানগর বিএনপি‘র সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন প্রমূখ।

সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, নির্বাচন দিতে হবে। জনগনের ক্ষমতা জনগনকে দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গনতন্ত্রের বাংলাদেশ।বিএনপিকে কেউ রাজাকার বলতে পারেনা,সৈরাচার বলতে পারেনা,ফ্যাসিস্ট বলতে পারেনা।বিএনপি জনগনের দল। তাই বিএনপি জনগনের কথা বলে। তাদের ভোটের অধিকারের কথা বলে। ষড়যন্ত্র করে বিএনপি‘র অগ্রযাত্রা ঠেকানো যাবেনা।

ডা.মওদুদ বলেছেন,বিএনপি ২০ কোটি মানুষের মনের কথা বুঝে। ৩১ দফা জনগনের দফা।  বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগনের কথা বুঝতে পেরে দুই বছর আগে রাস্ট্রসংস্কারের প্রস্তবনা উত্থ্াপন করেছেন।তিনি বলেন ফ্যাসিস্ট বিতারিত হয়েছে এখন যুদ্ধ জনগনের আশা আকাংঙ্খা বাস্তবায়ন করার।এই যুদ্ধে সোসাল মিডিয়া একটি গুরুত্বপূর্ন মাধ্যম। এর মাধ্যমে বিএনপি‘র বিরুদ্ধে বিষদগার ছড়ানো হচ্ছে।একে প্রতিহত করতে হবে।বিএনপি‘র লক্ষকোটি সৈনিক সোচ্চার হলে সকল অপশক্তি পরাভুত হবে।তাই সোসাল মিডিয়ায় বিএনপি‘র পক্ষ্যে একটি করে লাইক শেয়ার দিয়ে সকল মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রচারনা চালিয়ে যেতে হবে।আমাদের মনে রাখতে হবে বিএনপি আজ যা ভাবে অন্যরা তা পরে চিন্তা করে।৭১ সালে বিএনপি ছিল মুক্তিযোদ্ধার দল ২৪ এর গন অভ্যূত্থানেও মুক্তিযোদ্ধা।

ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেছেন,বাংলাদেশের মানুষ ভাল থাকলে শহীদ জিয়ার পরিবার ভাল থাকে।বাংলাদেশের স্বাধীনতা ও বিশ্বে জাতীয় পরিচয় দিয়েছে শহীদ জিয়া।বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা,গনতন্ত্র,শহীদ জিয়া,খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে জড়িত।