ফাঁসির বিকল্প খুঁজছে ভারত
৪০ বছর আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই ডি চন্দ্রচুর, আরএস পাঠক এবং সব্যসাচী মুখোপাধ্যায় একটি রায় দিয়েছিলেন দেশটিতে ফাঁসির পন্থা নিয়ে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ৪০ বছর আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই ডি চন্দ্রচুর, আরএস পাঠক এবং সব্যসাচী মুখোপাধ্যায় একটি রায় দিয়েছিলেন দেশটিতে ফাঁসির পন্থা নিয়ে। তাদের সেই ফাঁসির পন্থা- 'হ্যাং টু নেক' নামে খ্যাত হয়ে আছে। অর্থাৎ মানিলা রজ্জু দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তা টানা- যতক্ষণ না ঘাড়ের হাড় ভেঙে মৃত্যু না হয়। ৪০ বছর পর ১৯৮৩ সালের সেই আইন পরিবর্তনের চেষ্টা করছেন বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর। যিনি প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই ডি চন্দ্রচুরের ছেলে। বাবার দেয়া আদেশকে আরও বেশি সহনশীল, কম কষ্টদায়ক করতে উদ্যোগী হয়েছেন ডি ওয়াই চন্দ্রচুর এবং পিভি নরসিংহনের ডিভিশন বেঞ্চ। বিকল্প হিসেবে সামনে এসেছিলো ফায়ারিং স্কোয়াড, ইলেকট্রিক চেয়ার এবং লেথাল ইনজেকশন দেয়ার প্রস্তাব। বিচারপতিদের বেঞ্চ এগুলির সবকটি প্রত্যাখ্যান করেছেন যন্ত্রণাদায়ক ও অমানবিক বলে। বিচারপতি চন্দ্রচুর একটি কমিটি গড়ছেন যাতে থাকবেন চিকিৎসক, মনোবিজ্ঞানী, আইন বিশারদ এবং প্রশাসনিক কর্তারা। যারা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। চন্দ্রচুর ফাঁসির সংখ্যাও কমিয়ে আনতে চান।
এই মিলিনিয়াম-এ ভারতে ফাঁসি হয়েছে মোট ৮ জনের। ২০০০ সালের ১৫ই আগস্ট হেঁতাল পারেখা নামের এক কিশোরীকে ধর্ষণ করার জন্যে ধন্যঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হয়। ২০১২ এর ২১শে নভেম্বর ২৬/১১ জঙ্গি হানায় অভিযুক্ত আজমল কসবের ফাঁসি হয়। ২০১৩ এর ৮ই জানুয়ারি ফাঁসি হয় সংসদ হামলাতে অভিযুক্ত মোহাম্মদ আফজলের। জঙ্গি ইয়াকুব মেমনের ফাঁসি হয় ৩রা জানুয়ারি ২০১৫-এর মুম্বই বিস্ফোরণের জন্য। আর নির্ভয়াকাণ্ডে জড়িত থাকার অপরাধে ফাঁসি হয় একসঙ্গে মুকেশ, অক্ষয়, বিনয় এবং প্রবীণ এর ২০ জানুয়ারি, ২০২০ সালে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: