ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
প্রথম নিউজ, ফরিদপুর : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নারীসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৩ জনে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮ জন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন-ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনগ্রাম সূর্যভারদী গ্রামের বাসিন্দা আবু বক্কার বিশ্বাসের স্ত্রী জয়নব বেগম (৫৫), সদরপুরের যাত্রাবাড়ী এলাকার হযরতের স্ত্রী লাবণী (২৫), ভাঙ্গার গঙ্গাবর্দী গ্রামের রফিকুলের স্ত্রী সানজিদা (২৭), কুষ্টিয়ার কুমারখালীর শুভ বিশ্বাসের ছেলে মধুসূদণ বিশ্বাস (৭৫) এবং ভাঙ্গার ডাঙ্গার পাড় এলাকার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২৭)।
ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮১০ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫ জন। এর মধ্যে ১০ হাজার ১৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের সবাইকে ডেঙ্গুর ব্যাপারে আরও সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে।