ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা 

 ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা 

প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুরে ট্রেনের ধাক্কায় লুৎফুন্নেসা (৬৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর পৌরসভার রাজবাড়ী-ভাঙ্গা রেল পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুন্নেসা ফরিদপুরের সদরের বিল মামুদপুর নতুন ডাঙ্গী গ্রামের আয়নাল শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময়  ট্রেনটি ভাঙ্গা যাওয়ার পথে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রেল লাইনের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, রাজবাড়ী এক্সপ্রেস নামের ওই ট্রেনটি ফরিদপুর থেকে ভাঙ্গা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, কোতয়ালী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।