ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ৩০ বাড়ি ভাঙচুর-লুটপাট, আহত ১০
প্রথম নিউজ, ফরিদপুর: পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের কানাইপুরে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৩০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফরিদপুর থেকে পুলিশ ও সেনাবাহিনা গিয়ে দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত রাতে এলাকার রুস্তম মোল্লার এক নারী সমর্থককে প্রতিপক্ষ গ্রুপের আক্কাস মাতুব্বরের সমর্থকের অপর এক নারীর কথা কাটিকাটি হলে আক্কাস মাতুব্বরের সমর্থকরা ঐ নারীকে মারধর করে।
এই ঘটনার জের ধরে রাতেই রুস্তম মোল্লা হাসেম খা ও জব্বারের সমর্থকরা রাতেই জড়ো হলে পুলিশ এসে ঘটনার সমাধান করে দিবে বলে মিমাংশা করে দেয়। সকালে রুস্তম খা তার সমর্থিত লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্কাসের সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে দুপক্ষের ১০ জন আহত হয়। পরে আক্কাছের সমর্থকরা রুস্তমের সমর্থদের বাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙচুর করে। পরে কোতয়ালী থানা থেকে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে আমি একটি টিম পাঠাই, কিন্তুু হামলার ঘটনা বেশি হলে সেনাবাহিনী একটি টিম ও আমি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনেণ আনি। এ ঘটনায় কোন মামলা হয় নাই বা কাউকেই এখন পর্যন্ত আটক করতে পারে নাই পুলিশ।