ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনলাইনে গেল প্রাণ

 ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনলাইনে গেল প্রাণ

প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর খানখানাপুরে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী সবুর আলী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে খানখানাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সবুর আলী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, বৃদ্ধ সবুর আলী খানখানাপুর তার বাড়ির পাশের  মসজিদ থেকে নামাজ পড়া শেষে ফেরার পথে রেলের উপর হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের  ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটির নিচে তিনি কাটা পড়লে তার ডানহাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
তিনি আরও বলেন, বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।