পশ্চিমতীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের পর ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে কানাডা। শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, দখলীকৃত পশ্চিমতীরে সহিংসতায় ইসরাইলি যেসব বসতিস্থাপনকারী জড়িত সেইসব চরমপন্থি ইসরাইলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে তার দেশ। ট্রুডো বলেন, দখলীকৃত পশ্চিমতীরে উগ্রপন্থি বা উগ্র বসতিস্থাপনকারীদের যারা দায়ী তাদের জবাবদিহিতায় নেয়ার চেষ্টা করছি আমরা। অন্টারিওর ওয়াটারলুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কেনাবেচা প্রোগ্রামের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ, ইরানিরা যুক্তরাষ্ট্রের অবকাঠামো হ্যাকিংয়ে জড়িত। নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করতে চাইছে ওয়াশিংটন। এটাকে তেহরানকে শাস্তি দেয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, তারা চারটি ইরান ও হংকংভিত্তিক কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং অন্যত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালানোর জন্য ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের সাইবার ইলেকট্রনিক কমান্ডের ৬ জন কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে।