পুলিশ প্রহরায় উকিল সাত্তারের মনোনয়নপত্র জমা
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ প্রহরায় মিছিল করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন ছেলে মাঈনুল হাসান তুষার। গতকাল বিকাল ৪টা ৫০ মিনিটে সরাইল উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় তুষারের সঙ্গে উপস্থিত ছিলেন সরাইল বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাধিক সাবেক নেতা। দীর্ঘ ৩৫ বছর পর স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার। তুষার জানিয়েছেন, বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।’ দলীয় একাধিক সূত্র, নির্বাচন অফিস ও সরজমিন জানা যায়, বর্ষীয়ান এই নেতার হঠাৎ করে বিএনপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র ক্রয়, আবার দল থেকে সাত্তারকে বহিষ্কার- এসব বিষয় নিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকায়ও সমালোচনার ঝড় বইছে। বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা সাত্তারের ওপর চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে সাত্তারকে অবাঞ্ছিতও ঘোষণা করেছেন।
গতকাল মনোনয়নপত্র জমা দিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সাত্তার। বেলা ২টার পর থেকে উপজেলা সদর, ৯টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি’র সাবেক নেতারা জড়ো হতে থাকেন। আসতে থাকেন কর্মীরাও। প্রশাসনের বিভিন্নস্তরের লোকজনের আনাগোনাও বাড়তে থাকে। উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে থাকে পুলিশ। বিকাল সাড়ে ৪টার দিকে একটি সাদা রং-এর মাইক্রোতে করে আসেন আবদুস সাত্তারের ছেলে তুষার। বিকাল ৪টা ৫০মিনিটে মাঈনুল হাসান সরাইলের অফিসে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবদুস সাত্তারের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ছাদেকুর রহমান রঞ্জন, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক লোকমান, পাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি রিফাত জিয়া প্রমুখ। অফিস সময় তো বিকাল ৪টা পর্যন্ত। সময়ের ৪৫ মিনিট পর কেন মনোনয়নপত্র জমা নিলেন? এমন প্রশ্নের উত্তরে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আজ নেয়া যাবে। বৃহস্পতিবার বিকাল ৪টার পর মনোনয়ন জমা নেয়া যাবে না। তিনি বলেন, সাত্তার সাহেবের পক্ষে একজন লোক মনোনয়নপত্র জমা দিতে অনেক পূর্ব থেকেই অফিসে অবস্থান করছিলেন। এমন অবস্থায় বিলম্বে জমা নেয়া যায়।
গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মাঈনুল হাসান তুষার বলেন, আমার বাবার মনে অনেক কষ্ট আছে। তিনি পরবর্তীতে আপনাদের সামনে এসে সবকিছু খুলে বলবেন। বিএনপি বাবাকে যেমন অনেক দিয়েছেন। বাবাও বিএনপিকে অনেক দিয়েছেন। তিনি এমনি এমনিই দল থেকে পদত্যাগ করেননি। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে দলীয় সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু নির্বাচনী এলাকার মানুষের কাছে তার অনেক প্রতিশ্রুতি ছিল। যা বাস্তবায়ন করতে পারেননি। তাই উনার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতেই আবার এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews