প্রেমের গুঞ্জন উস্কে দিলেন অদিতি-সিদ্ধার্থ
বছরখানেক আগে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শুরু হয়
প্রথম নিউজ, ডেস্ক : বছরখানেক আগে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শুরু হয়। এবার সেই গুঞ্জনে ইন্ধন জোগালেন এ দুই তারকা। তামিল সিনেমা ‘এনিমি’র জনপ্রিয় গান ‘টম টম’-এর তালে একসঙ্গে পা মেলালেন তারা।
সেই নাচের রিল বানিয়ে পোস্ট করেছেন ইনস্টাগ্রামেও। ক্যাপশনে অদিতি লেখেন— ডান্স মাঙ্কিজ– দ্য রিল ডিল। নাচ করার সময় একে অপরের সঙ্গ যে বেশ উপভোগ করেছেন দুজনে, তা স্পষ্ট হয়ে ওঠে সেই রিলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই রিল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্র জানায়, একাধিকবার দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেও প্রেমের প্রশ্নে জনসমক্ষে মুখে কুলুপ এঁটেছেন দুজনই। সপ্তাহখানেক আগে মায়ানগরী মুম্বাইয়ে একে অপরের সঙ্গে ডেটেও যান তারা। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা যায় চর্চিত যুগলকে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন অদিতি ও সিদ্ধার্থ।
২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণী ছবি ‘মহাসমুদ্রম’-এর সেটে আলাপ হয় দুজনের। সিনেমার সেট থেকে বন্ধুত্ব, তার পর প্রেম। তবে সিনেমা মুক্তির এক বছর কেটে গেলেও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে এখনো সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি দুজনের কেউ-ই।
অদিতির জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সিদ্ধার্থ। সেই পোস্টে অদিতিকে ‘প্রিন্সেস অব হার্ট’ বলেও সম্বোধন করেন তিনি। অভিনেতার সেই শুভেচ্ছাবার্তাতেই স্পষ্ট প্রেমের ইঙ্গিত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: