প্রেমিকার বাড়ির উঠানে মিললো প্রেমিকের মরদেহ
আজ শনিবার দুপুর একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম।
প্রথম নিউজ, বরগুনা: বরগুনার পাথরঘাটায় প্রেমিকার বাড়ির উঠানে বিষপান করে বিপ্লব (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আজ শনিবার দুপুর একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিপ্লব বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ইন্দ্রজিত এলাকার রচন্দ্র কান্তের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা গ্রামের ইন্দ্রজিতের মেয়ে বিপ্লবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো বিপ্লবের। তাদের মধ্যে প্রেমঘটিত মনমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকা বিপ্লবীর বাড়ির উঠানে বিষপান করেন বিপ্লব।
বিপ্লবীর বাবা ইন্দ্রজিত বাড়ির উঠানে অচেতন অবস্থায় বিপ্লবকে দেখতে পান। তিনি বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews