প্রবাসীর সোনা ছিনতাইকালে জনতার হাতে সোর্সসহ পুলিশ কর্মকর্তা আটক

রোববার বিকেল ৩টার দিকে নগরের পাঁচলাইশ  থানাধীন টাইগারপাসের আখতারুজ্জামান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রবাসীর সোনা ছিনতাইকালে জনতার হাতে সোর্সসহ পুলিশ কর্মকর্তা আটক

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপ-পরিদর্শককে (এসআই) পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে উপস্থিত জনতা। এসময় ওই পুলিশ কর্মকর্তার সাথে থাকা এক সোর্সকেও আটক করা হয়। রোববার বিকেল ৩টার দিকে নগরের পাঁচলাইশ  থানাধীন টাইগারপাসের আখতারুজ্জামান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।  আটক ওই উপ-পরিদর্শকের নাম আমিনুল ইসলাম। তিনি খুলশী থানাতেই কর্মরত আছেন। তার সাথে আটক সোর্সের নাম শহিদুল ইসলাম জাহেদ। তিনি নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা। 

জানা গেছে, টাইগারপাস এলাকায় আব্দুল খালেক নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়। এরপর তাকে স্বর্ণসহ আটক করা হয়। একইসঙ্গে খুলশী থানার সোর্স হিসেবে পরিচিত জাহেদকেও আটক করা হয়। পরে খুলশী থানা পুলিশের একটি টিম তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় আমিনুলের সাথে থাকা আরেক সহযোগী পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন  পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, ‘পাঁচলাইশ থানা এলাকা থেকে খুলশী থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে ১৬ ভরি স্বর্ণসহ আটক করা হয়। এক ব্যক্তির কাছ থেকে তিনি স্বর্ণ ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। এ বিষয়ে বিস্তারিত খুলশী থানার ওসি বলতে পারবেন।’ খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামত উল্লাহ মানবজমিনকে বলেন, দুই সহযোগীকে সাথে নিয়ে আব্দুল খালেক নামে এক প্রবাসীর কাছে  থাকা স্বর্ণ ছিনতাই করছিলো থানার এসআই আমিনুল। পরে উপস্থিত জনতা আমিনুল ও তার এক সহযোগী জাহেদকে আটক করেছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তাৎক্ষণিক আমিনুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর মামলা প্রক্রিয়াধীন আছে।