পরিবার থেকে টাকা নিতে বন্ধুদের পরামর্শে অপহরণ নাটক হারুনের
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করেন।
প্রথম নিউজ,বান্দরবান: পরিবার থেকে টাকা আদায় করতে বন্ধুদের পরামর্শে নিজে আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. ইমরান (২২)। আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করেন। ইমরান উপজেলার দক্ষিণ বাইশারী ইউনিয়নের মৃত মো. হাশেমের ছেলে। তিনি স্থানীয় একটি রাবার বাগানের সুপারভাইজার।
ওসি বলেন, ২০ জুন রাতে ইমরানকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে মর্মে পরিবার থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। তখন থেকে ওই তরুণকে উদ্ধারের চেষ্টা চলছিল। পরে বুধবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারি বাজারে হারুনকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অপহরণ নাটক সাজানোর কথা জানান।
ওসি আরও বলেন, হারুন জানান, ওই দিন নাইক্ষ্যংছড়ি থেকে সে সঙ্গীদের নিয়ে কক্সবাজার চলে যায়। সেখান থেকে বন্ধুদের পরামর্শে পরিবার থেকে টাকা আদায় করতে অপহরণের কথা বলে মুক্তিপণ দাবি করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews