প্রথমবার পেয়েছেন মনোনয়ন, প্রথমবারেই পুরস্কার

শুক্রবার সন্ধ্যায় এমন সব ঘটনাই ঘটেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে। মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে এদিন সবাইকে অবাক করে জনপ্রিয় বিভাগে সেরা গায়কের পুরস্কার জিতে নেন চট্টগ্রামের তরুণ তানভীর ইভান।

প্রথমবার পেয়েছেন মনোনয়ন, প্রথমবারেই পুরস্কার
প্রথমবার পেয়েছেন মনোনয়ন, প্রথমবারেই পুরস্কার

প্রথম নিউজ, ঢাকা : প্রথমবার পেয়েছেন মনোনয়ন, প্রথমবারেই পুরস্কার নিজের করে নিলেন তাঁরা। কেউ পাঠক জরিপে, কেউ সমালোচকদের রায়ে। বিজয়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের কেউ ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত ভাবতেও পারেননি তাঁরা পুরস্কার পাচ্ছেন! শুক্রবার সন্ধ্যায় এমন সব ঘটনাই ঘটেছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে। মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে এদিন সবাইকে অবাক করে জনপ্রিয় বিভাগে সেরা গায়কের পুরস্কার জিতে নেন চট্টগ্রামের তরুণ তানভীর ইভান। মা–বাবা ও বোনকে সঙ্গে নিয়েই তিনি এসেছিলেন অনুষ্ঠানে। ‘রূপকথার জগতে’ গান গেয়ে প্রথমবার মেরিল–প্রথম আলো তারকা জরিপে চূড়ান্ত মনোনয়ন তালিকায় নাম আসে অবন্তী সিঁথির। নেটওয়ার্কের বাইরে চলচ্চিত্রে গেয়ে তারকা জরিপ বিভাগে সেরা গায়িকার পুরস্কার জিতে নেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কানিজ সুবর্ণা ও হামিন আহমেদ। সিঁথি বলেন, ‘প্রথমবারের মতো মনোনয়ন পাওয়াটা আমার কাছে খুব আনন্দের। প্রথম মনোনয়নেই সেরা গায়িকার পুরস্কার পাওয়াটা আমার কাছে অনেক স্পেশাল। এটি দ্বৈত গান। আমার সঙ্গে গেয়েছেন রেহান রাসুল। যেসব দর্শক গানটি পছন্দ করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’

মেরিল–প্রথম আলো পুরস্কারে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র তিথির অসুখ–এ অভিনয়ের জন্য সমালোচক পুরস্কারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তাসনিয়া ফারিণ। পুরস্কার ঘোষণার দিন তিনি লন্ডনে ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর শুনে কেমন লেগেছিল জানতে চাইলে ফারিণ বলেন, ‘ভালো–মন্দ দুটিই লেগেছে। পুরস্কার পাওয়ার আনন্দের মধ্যে খারাপও লাগছিল। কারণ, গুণী মানুষের হাত থেকে হলভর্তি মানুষের সামনে নিজ হাতে পুরস্কারটা নিতে পারলাম না। এটি একটি সুন্দর ছবির ফ্রেমও হতে পারত।’ মনোনীত হওয়ার পর পুরস্কারের প্রত্যাশা করেছিলেন? এ প্রশ্নের উত্তরে ফারিণ বলেন, ‘টু বি অনেস্ট, আমার প্রত্যাশা ছিল না। আমি মনে করি, একজন অভিনয়শিল্পীর জন্য পুরস্কার পাওয়াটা বোনাস। যখন কাজ করি, পুরস্কারের চিন্তা মাথায় থাকে না। ভালো কাজ হলে তো পুরস্কার এমনিতেই আসবে।’

২০২১ সালে রেহানা মরিয়ম নূর ছবিটির জন্য দেশ–বিদেশ থেকে সুনাম কুড়িয়েছেন আজমেরী হক বাঁধন। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই চলচ্চিত্র এবার তাঁকে অনন্য সম্মান এনে দিল। মেরিল–প্রথম আলো পুরস্কারে সমালোচকদের রায়ে সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। এ আয়োজনে এটি তাঁর প্রথম পুরস্কার। ২০০৬ সাল থেকে অভিনয় করছেন। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে দেশে অভিনয়ের কোনো স্বীকৃতি পাননি বাঁধন। এবার সেই আক্ষেপ ঘুচল মেরিল–প্রথম আলো পুরস্কারে। গত বছর মুক্তি পাওয়া তাঁর আলোচিত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর–এর জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) হয়েছেন। একই ছবির জন্য আগে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হলেও দেশে পুরস্কার পেলেন এই প্রথম। পুরস্কার নেওয়ার পর মঞ্চে দেওয়া প্রতিক্রিয়ায় এ প্রসঙ্গে কথা বলেন বাঁধন, ‘২০০৬ সাল থেকে অভিনয় করছি। অনেকে বলতেন আমি অভিনয় করতে পারি না। কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ সাদ আমার ওপর আস্থা রেখেছেন। আমাকে দিয়ে রেহানা চরিত্রে অভিনয় করিয়ে নিয়েছেন। সাদকে অনেক ধন্যবাদ, মেরিল–প্রথম আলোকে ধন্যবাদ।’

বেস্ট ফ্রেন্ড ৩ নাটকে ‘অভিমান’ শিরোনামের গান গেয়ে প্রথমবার মনোনয়ন পেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন তানভীর ইভান। জন্ম তাঁর চট্টগ্রামে। বেড়ে ওঠা, পড়াশোনাও সেখানেই। বাবা সাবেক রেলওয়ে কর্মকর্তা ইমতিয়াজ বাবুল গান গাইতেন। তাঁকে দেখেই গানের প্রতি ভালোবাসা পেয়ে বসে। তাই কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেও তানভীর ইভান এখন পুরোপুরি গানের মানুষ। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ২৫ বছর বয়সী ইভান গানে পুরোপুরি মনোযোগী। সেরা গায়কের পুরস্কার জিতে ইভান বলেন, ‘আমি খুবই খুশি। মেরিল-প্রথম আলোকে অনেক ধন্যবাদ। আমার ভক্ত-শ্রোতাদের ধন্যবাদ জানাই আমাকে ভোট দেওয়ার জন্য। পুরস্কার পাওয়ায় ফেসবুকে ভক্তদের উচ্ছ্বাস আমাকে ছুঁয়ে গেছে। এটা আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।’

মুক্তির পর থেকেই চন্দ্রাবতী কথা ছবিটি ভালো লেগেছিল চলচ্চিত্র সমালোচকদের। এবার মেরিল–প্রথম আলো পুরস্কারে সমালোচকেরাও ছবিটির পরিচালককে সেরা পরিচালক হিসেবে বেছে নিয়েছেন। এই আয়োজনে এটিও তাঁর প্রথম পুরস্কার। তিনি বললেন, ‘সমালোচকদের ধন্যবাদ পুরস্কারের জন্য আমার চলচ্চিত্রটি বেছে নেওয়ায়। মনোনয়ন পাওয়া তিন ছবিই ভালো। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি চন্দ্রাবতীকে নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ সহজ ছিল না। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সব পৃষ্ঠপোষক ও প্রযোজককে আমাদের চলচ্চিত্রটি নির্মাণে সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জান্নাতুল ঐশী। এরপর নাটক আর চলচ্চিত্রেও অভিনয় করেন। মিশন এক্সট্রিম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এবার মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন। পাঠকের ভোটে তিনি সেরা নির্বাচিত হয়েছেন। েঐশী বলেন, ‘প্রথমবার মনোনয়ন পেয়েছিলাম। পুরস্কার পাব ভাবিনি, কোন মানসিক প্রস্তুতিও ছিল না। বরং অবচেতনে মনে হয়েছিল, যে–ই পাক, আমি পাব না। যখন নিজের নাম শুনলাম, আকাশ থেকে পড়লাম। মঞ্চে ওঠার পর কাঁদছিলাম, কী বলব বুঝতে পারছিলাম না। সঙ্গে পরিবারের কেউ ছিল না। শুরুতে ভেবেছিলাম মাকে নিয়ে আসব। পরে দেখলাম, পুরস্কার যেহেতু পাব না, মাকে নিয়ে গেলে তাঁর মন খারাপ হবে। কিন্তু যখন পুরস্কার পেলেন, মাকে না নিয়ে আসার জন্য ভীষণ মন খারপ লাগছিল।’

ছোট পর্দার নিয়মিত মুখ মনোজ প্রামাণিক। এর আগে তারকা জরিপে মনোনয়ন পেলেও এবারই প্রথম পেলেন সমালোচক বিভাগে। প্রথম মনোনয়নেই পেলেন পুরস্কার। সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র লাবণীর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় মনোজ বলেন, ‘মা–বাবাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। তাঁরা দুজনেই যাত্রাপালায় অভিনয় করতেন। তাঁদের দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom